লামায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

লামায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Generic placeholder image
  Ashfak

"শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা" এই আহ্বান ও 'বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার' প্রতিপাদ্যে বান্দরবানের লামায়  জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা হলরুমে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। 'কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় আলোচনায় বক্তারা বলেন,প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে।জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে। অনুষ্ঠানে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, মোঃ জাহেদ উদ্দিন, সহকারি শিক্ষা অফিসার, প্রেসক্লাব সেক্রেটারী, তথ্য আপা ও বিদ্যালয়ের শিক্ষার্থী কন্যা শিশুরা।
জাহিদ হাসান,লামা(বান্দরবান)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)